বরকলে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সম্পন্ন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে এ উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভাো আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী টিটু ত্রিপুরা এর সঞ্চালননায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ও বড় হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা। প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন,বঙ্গবন্ধুর মূল চেতনা ছিল শোষণমুক্ত সমাজ ও বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা করা।তার দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল।যে সোনার বাংলায় ক্ষুধা ও দারিদ্র্যতা থাকবে না সে স্বপ্ন দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু।
তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও বাংলার মানুষ এখনো অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারেননি।সেজন্য উন্নত জীবনমান করার লক্ষ্যে এবং অর্থনৈতিক মুক্তির জন্য একসাথে কাজ করে যেতে হবে।আর সমাজের অগ্রসর অংশকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,বরকল উপজেলায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী মেলায় সকল ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় অনুষ্ঠান প্রাণবন্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে যেন আরো স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান আয়োজন করা যায় এ সহযোগিতা কামনা করেন।
বরকল থানা ওসি বলেন,স্বাধীনতার ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানান দেয়ার জন্য মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা। দেশপ্রেম না থাকলে কখনো দেশ স্বাধীনতা লাভ করা যাবে না।আর জঙ্গিবাদ,সন্ত্রাসবামুক্ত দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন,মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে সপ্তাহব্যাপী মেলায় অংশগ্রহণকারী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।