[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকল উপজেলার ভূধছড়া গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্টার দাবি

৭৪

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ভূষণছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মরা অজ্জ্যাংছড়ি, ভূধছড়া ও লুদিবাশছড়া সহ তিন গ্রামের লোকজন ভূধছড়া গ্রামে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র অর্থাৎ কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, ভূধছড়া, মরা অজ্জ্যাংছড়ি ও লুদিবাশছড়া সহ এ তিনটি গ্রামে নারী পুরুষ মিলে প্রায় হাজারের অধিক লোকের বসবাস রয়েছে। এ গ্রামের বেশিরভাগ মানুষ জুমচাষের উপর নির্ভরশীল। শিক্ষা ক্ষেত্রেও তেমন অগ্রসর নয়। এমনকি স্বাস্থ্য সুরক্ষা বিষয়েও তারা সচেতন নয়।

গ্রামবাসীরা দাবি জানিয়ে বলেন, রাঙ্গামাটির বরকল উপজেলা সদর হাসপাতাল ছাড়া পাশ্ববর্তী কোন গ্রামে স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই। আর স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকলেও দূরে অন্য কোনো গ্রামে রয়েছে। বরকল উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌ-পথ। যা আসা যাওয়া করতে গেলে অনেক সময়ের ব্যাপার। যদিও বা সে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি একই ইউনিয়ন বা ওয়ার্ডের ভিতর রয়েছে। এছাড়াও বড় একটা কোন অসুস্থ রোগী কিংবা গর্ভবতী রোগীর প্রাথমিক সেবার প্রয়োজন পড়লে তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাওয়াটা বড় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর একটা বিষয় হলো ভূধছড়া গ্রাম থেকে বরকল সদর হাসপাতালের দূরত্ব প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এবং ভূষণছড়া ইউনিয়নের বড় অজ্জ্যাংছড়ি গ্রামের কমিউনিটি ক্লিনিক থেকে ভূধছড়া গ্রামটি প্রায় পনের কিলোমিটার দূরত্ব রয়েছে। যার কারণে অত্র এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক অত্যান্ত প্রয়োজন বলে মনে করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। তারা আরো জানান, ভূষণছড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডে বিশেষ করে ভূধছড়া, মরা অজ্জ্যাংছড়ি, লুদিবাশছড়া, সুয়ারিপাতা ও বৈরাগী পাড়া গ্রামে যেমন স্বাস্থ্যসেবার জন্য কোন সুব্যবস্থা নেই তেমনি নেই অন্য কোনো সরকারি- বেসরকারি সুযোগ সুবিধা।

এছাড়া এসব এলাকায় স্বাস্থ্য সেবা কেন্দ্র না থাকার ফলে এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়ার মতো কোন সুব্যস্থা না থাকায় অনেকের কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, পেট ব্যাথা সহ নানান রোগের উপসর্গ দেখা দিলে অনেক সময় রোগীরা দুর্ভোগে পড়ে। যা সাধারণ রোগীর ক্ষেত্রে বড় ঝুঁকি। বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনাটা বেশি থাকে।তাই ঝুঁকির সম্ভাবনাকে দূর করতে এবং নিরাপদ জীবন সুনিশ্চিত করার লক্ষ্যে গ্রামের জনসাধারণ সরকারের নিকট কমিউনিটি ক্লিনিক স্থাপনের জোরালো দাবি জানিয়েছে।

মরা উজ্জ্যাংছড়ি গ্রামের বাসিন্দা সুশীল চাকমার স্ত্রী রিপা চাকমা জানান, গত বছর আগে তার একটি শিশু সন্তান জন্ম হয়। কিন্ত জন্মের পর শিশুটির অসুস্থ হয়ে পড়ে। এর পর অসুখের মাত্রা বাড়লে এবং গ্রামে কোন স্বাস্থ্য সেবা কেন্দ্র না থাকায় দেড় মাসের মধ্য শিশুটি মারা যায়। তাই এরকম পরিস্থিতিতে যেন কেউ শিকার না হয় সেদিক বিবেচনা করে স্বাস্থ্য নিরাপত্তার পাশাপাশি প্রাথমিক সেবা পেতে একটি কমিউনিটি ক্লিনিকের জন্য সরকারের নিকট তিনি দাবি জানিয়েছেন। ভূষণছড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার পাত্তর মনি চাকমা জানান, ভূষণছড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডে বড় উজ্জ্যাংছড়ি গ্রামের কমউনিটি ক্লিনিক ছাড়া আর কোন সেবা কেন্দ্র নেই।তাই ভূধছড়া গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হলে খুবই ভালো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান, নিয়ম অনুযায়ী প্রতি ইউনিয়নে ৪টি কমিউনিটি ক্লিনিক থাকা দরকার। কিন্তু ভূষণছড়া ইউনিয়নে বর্তমানে কমিউনিটি ক্লিনিক ৩টি রয়েছে। তাই জনগণের কথা এবং দূর্গম এলাকার কথা বিবেচনা করে ভূধছড়া গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক খুবই প্রয়োজন। ওই এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হলে প্রসূতি মায়েদের প্রাথমিক সেবা এবং জরুরি সেবা এই ক্লিনিক থেকে এলাকার জনগণ সেবা পেতে পারে। ভূষণছড়া ইউনিয়নে এ্যারাবুনিয়া ও বড় উজ্জ্যাংছড়ি গ্রামের ২টি কমিউনিটি ক্লিনিকে এখনো সিএইচপিপি দু’টি পদ শূন্য রয়েছে।

ই-পিসি/আর