নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ হয়েছে সেটি তাদের চোখেও পড়ে না
পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে: হানিফ
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ১৩ বছরের ক্ষমতায় দেশকে কোন পর্যায়ে নিয়ে এসেছে, সেটির প্রমাণ দিবে এদেশের নাগরিক। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছে। বৈদ্যুতিক ঘাটতি পূরণ করেই চলেছে বর্তমান সরকার। আমরা আশা করি পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। যারা বিএনপি-জামায়াত করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। এদেশের উন্নয়নকে তারা স্বীকার করে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ হয়েছে সেটি তাদের চোখেও পড়ে না এবং স্বীকারও করে না।
তিনি আরো বলেন, পাহাড়ে যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চুক্তির কথা বলছেন, শান্তির পরিবেশ খুঁজছেন, তারা শান্তির পরিবেশ খুঁজে পাবেন কিভাবে? অবৈধ অস্ত্র পরিহার করুন, তবেই পাহাড়ে শান্তির সুবাতাস বইবে। আওয়ামী লীগ শান্তি চাই, উন্নয়ন চাই। আমরা এক সাথে দেশকে এগিয়ে নিয়ে বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করবো।
রবিবার (২০মার্চ) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ’র ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা এমপি,আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।