[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৫২

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি সেনা জোনের উদ্যেগে স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে মহালছড়িস্থ সিংগিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেমুছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি সভাপতি থুইলাঅং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম প্রধান। এসময় আরো উপস্থিত ছিলেন, সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথুই কার্বারি, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক কংজরী মারমা, প্রাক্তন শিক্ষক নীল রঞ্জন চাকমাসহ ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি চিত্রকর্ম শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ জোনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এরকম উদ্যোগ গ্রহন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতা শেষে মহালছড়ি জোনের জোন কমান্ডার মহোদয়ের পক্ষে মেজর মোঃ সাইফুল ইসলাম প্রধান, বিজয়ী এবং সকল প্রতিযোগিকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ উপহার প্রদান করেন। এসময় প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট শিক্ষকদেরও আলাদাভাবে সম্মাননা প্রদান করা হয়৷