[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে

রাঙ্গামাটিতে উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদককে হত্যা

৬৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জয় ত্রিপুরাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও হসপাতাল সুত্র জানিয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক কিছু জানা যায় নি।

হাপাতাল সুত্র জানায়, ঘটনা কোথায় সংঘটিত হয়েছে সেটি নিশ্চিত নয় তবে রাতে কে বা কারা হাসপাতাল গেটের সামনে জয়কে রেখে যায়। জয় ত্রিপুরা (২৫)কে বুকের পাঁজরে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিহতের ময়না তদন্তের পর বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জয় ত্রিপুরা এর মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনার তদন্ত কর্মকর্তা কতোয়ালী থানার এসআই মোঃ রাকিব উপস্থিত ছিলেন। এছাড়াও রাঙ্গামাটি জেলা পরিষদ এর সদস্য বিপুল ত্রিপুরা সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সুত্র জানায়, ঘটনার দিন রাতে কে বা কারা আহত এক যুবককে হাসপাতালের মুল গেটের সামনে রেখে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা জয়কে সেখান থেকে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় জয় ত্রিপুরার মৃত্যু হয়। রাঙ্গামাটি জেলা পরিষদ এর সদস্য বিপুল ত্রিপুরা জানিয়েছেন, এ ঘটনায় কারা জড়িত এখনো কিছু বলা যাচ্ছেনা। পুলিশ তদন্ত করছে।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন জানিয়েছেন, নিহত জয় ত্রিপুরা সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। তিনি শহরের দেবাশীষ নগরস্থ খোকন মনি ত্রিপুরা’র ছেলে। তবে কি কারনে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত জানাতে পারেননি। মধ্যরাতে কি কারনেই বা জয় বাইরে ছিল সে বিষয়ে তিনি কিছু জানতে পারেননি। এ ঘটনায় মামলা প্রক্রীয়াধীন বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা ময়না তদন্তের পর জানা যাবে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তা এসআই রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি আপাতত কিছু বলা যাচ্ছেনা বলে উল্লেখ করেন।