[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ইউপিডিএফ’র অবরোধে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ভোগান্তিতে যাত্রীরা

৪২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার সড়কে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) দলের সড়ক অবরোধে বুধবার (১৬মার্চ) সকাল থেকে দীঘিনালা থেকে সারাদেশের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরিন সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও বাবুছড়ার সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। হঠাৎ করে দূরপাল্লার যান চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ঢাকা ও চট্টগ্রাম মূখী যাত্রীরা।

সকালে পুলিশ পাহাড়ায় গাড়ী চলাচলের কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে দূরপাল্লার কোন বাস দীঘিনালা থেকে ছেড়ে যায়নি। সকল যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়েছে। এতে বেশী ক্ষতি পড়েছেন ট্যুরিষ্ট ও দূরপাল্লার যাত্রীরা। এ বিষয়ে দীঘিনালা শান্তি পরিবহনের লাইনম্যান প্রভাত চাকমা (২৫) বলেন, গতকাল অজ্ঞাত নামে একজন ফোন করে অনির্দিষ্ট কালের অবরোধ মেনে চলার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার কারণে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যাইনি। তবে ঢাকা-চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস বুধবার সকালে কোন বাধা ছাড়াই দীঘিনালায় পৌছেছে।

দীঘিনালা-সাজেক সড়কে কঠোর নিরাপত্তা বাহিনীর টহলের মাধ্যমে পর্যটক বাহী গাড়ি চলাচল করতে দেখা যায়। উপজেলার একাধিক জায়গায় পুলিশ ও সেনাবাহিনীর টহল চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফের কোম্পানি কমান্ডার মিলন ওরফে সৌরভ চাকমা আটকের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ইউপিডিএফ অভিযোগ করে নিরাপত্তা বাহিনীর প্রহারে সৌরভ চাকমার মৃত্যু হয়। এর প্রতিবাদে দীঘিনালা-খাগড়াছড়ি, দীঘিনালা-সাজেক, দীঘিনালা- বাঘাইছড়ি, দীঘিনালা- লংগদু সড়কে অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ।
এ বিষয়ে দীঘিনালা থানা ডিউটি অফিসার এসআই মুন্নি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের বিশেষ টহল চলমান রয়েছে।