কাপ্তাইয়ে বন্যপ্রাণী অপরাধ দমনে সচেতনমূলক সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে পাল্পউড উড বাগান বিভাগীয় কার্যালয়ে বন্যপ্রাণী নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা হতে ২টা পর্যন্ত সচেতনতা মূলক সভা পাল্পউড বাগান বিভাগীয় কার্যালয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সভায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা নূরুল ইসলাম (ডিএফও) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পরিচালক এ.এস.এম জহির উদ্দীন আকন। বক্তব্য রাখেন বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক,মো.শাহ্জাহান মিয়া প্রধান সহকারী ( পাল্পউড বাগান বিভাগ), আনোয়ার হোসেন (হিসাব রক্ষক), কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ, রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কামাল হোসেন ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন। বন্যপ্রাণী অপরাধ দমনে সচেতনতা মূলক সভায় ইআরটি দলের প্রতিনিধিসহ সদস্য ও বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।