খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মহিলা সমাবেশ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮মার্চ)খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম।
তিনি বলেন, নারীদের উন্নয়নে সরকার নানামূখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। সবাই জানেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। পারিবারিক, সামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে প্রতিটি নারীর সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নে অবদান রাখার জন্য নারীদের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, প্যানেল চেয়ারম্যান (মহিলা) চায়না ত্রিপুরা ও ইউপি সদস্যা চনিতা ত্রিপুরা প্রমুখ।
সমাবেশে মূল বিষয়বস্তু স্বাগত বক্তব্যে তুলে ধরেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। এ সময় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে নারীদের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রহণ বিষয়ে অবহিত করে তিনি।
বক্তারা করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং কার্যক্রম, মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ, তথ্য অধিকার, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রতিহিংসা ও অপরাজনীতি, গুজব অপপ্রচার, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য সুরক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দূর্যোগকালীন নারীর সুরক্ষা, গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মহিলা অংশ গ্রহণ করেন। এ সময় নারীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।