[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

৩৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ আগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী ও কণ্যা শিশুর ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম, মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী, নারী উদ্যোক্তা উম্মে সালমা রীমা, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী ফাহমিদা ইসলাম তাজিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক। আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও এনজিও কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নারীদের জন্য নানা সুযোগ সুবিধার দুয়ার খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভাপতির বক্তব্যে মাটারাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে। আমাদের মেয়েরা উবার, বাইক, ট্রেন চালাচ্ছে। যে নারী সাহসী না, সে কিছুই করতে পারবে না। নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্র জয় করতে চাই। সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে।