[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবেটাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে বাঘাইছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিতবাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণলংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাথানচিতে জেন্ডার সমতায় সাফল্যের কাজ করে যাচ্ছে বিএনকেএসরাঙ্গামাটির রাজস্থলীতে ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কারবান্দরবানের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচীর সভাবান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসননির্যাতিত নারী ও শিশুর পাশে আছে পুলিশ: বান্দরবান পুলিশ সুপার
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

৩৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ আগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী ও কণ্যা শিশুর ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম, মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী, নারী উদ্যোক্তা উম্মে সালমা রীমা, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী ফাহমিদা ইসলাম তাজিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক। আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও এনজিও কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নারীদের জন্য নানা সুযোগ সুবিধার দুয়ার খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভাপতির বক্তব্যে মাটারাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে। আমাদের মেয়েরা উবার, বাইক, ট্রেন চালাচ্ছে। যে নারী সাহসী না, সে কিছুই করতে পারবে না। নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্র জয় করতে চাই। সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে।