[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪৩

 ॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পলিত হয়েছে।

মঙ্গলবার (৮মার্চ) সকালে রোয়াংছড়ি উপজেলায় প্রাঙ্গণে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা হাব্বিবুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা ও বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। সভায় এনজিও সংস্থা গ্রাউস, বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদ, ব্রাক, কারিতাস, গ্রীণল্যন্ডসহ অংশগ্রহণ করেছেন।

সভায় প্রধান অতিথি চহাইমং মারমা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে পুরুষকে সহযোগিতা করতে হবে। নারীদের সমান ভাগে সম্পত্তিতে ন্যায্য অধিকার পায় সে ব্যাপারে নারী-পুরুষ উভয়কে এগিয়ে আসতে আহবান জানান তিনি।

গ্রাউস এনজিও ফোকাল পারসন উমংসিং মারমা বলেন, সব কাজকে সমানভাবে অগ্রধিকার দিলে নারীরাও পুরুষের পাশাপাশি সব কাজে দক্ষভাবে গড়িয়ে তুলতে পারে। আলোচনায় নারীর অগ্রযাত্রায় সাহসী ভূমিকা রাখার জন্য আহবান জানান তিনি।

এসময়ে অনুষ্ঠানে পল্লীসমাজ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।