বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা দুর্ঘটনায় নিহত-১
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সিং নু মং মারমা (২৮) নামে মাহিন্দ্রা চালক নিহত হয়েছে। সে সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নের লাফাইমুখ পাড়া এলাকার চিমংপ্রু মারমার ছেলে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে বান্দরবান সদর উপজেলার ২নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাইঝিড়ি এলাকায় এ দুর্ঘনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বান্দরবান শহর হতে একটি জীপ গাড়ী মালামাল বোঝাই করে কুহালং উদ্দেশ্য রওনা দেয়। এসময় ভাঙ্গামুরা নামক এলাকায় রাস্তায় ঢালুতে নামলে গাড়ীটি ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের ঢাল থেকে খাদে পড়ে গেলে ৩ জন যাত্রী লাফ দিয়ে বেঁচে গেলেও ঘটনাস্থলে চালক সিং নু মং মারমা (২৮) মারা যায়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার এস আই গোবিন্দ বলেন, ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।