[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালনখাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালনখাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাদক ছাড়িতে টর্চার সেলে অত্যাচার থাকে, তয় বিক্রয় করিতে রাজি করনেরও টর্চার সেল থাকে হেইডা কোন কথা

৩৪

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

মং জেঠা কহিলেন, বান্দরবানের রোয়াংছড়িতে জুমের কাজ করিতে যাইয়া অজ্ঞাতরা এক গৃহবধুরে ধর্ষণ পরে গলা কাটিয়া হত্যা করিয়াছে। ঐ গৃহবধু জুমের ফসলি জমিতে হলুদ তুলিতে গিয়ে এই ঘটনার শিকার হইয়াছে। নিহতে পুত্র কহিলো এলাকাবাসী খোঁজ করিতে যাইয়া পরে তার মারে জুমের পাহাড়ী ঝিড়ি এলাকা হইতে পুলিশ উদ্ধার করিয়াছে। গেল বিশুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটিয়াছে। হায়রে কপাল এই মা’য়ের উপর চরম অত্যাচার কারা ঘটনাইয়াছে আমাগো আইনসৃংখলা ও গুরিন্দা বাহানী উচিৎ কঠিন ব্যবস্থা লওনের, চিন্তায় আছি…

দেওয়ান জেঠা কহিলেন, পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ আইন বহাল রাখনের জইন্য তাইনেরা প্রধানমুন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়াছেন। রাঙ্গামাটি হেডম্যান এসোসিয়েশেনের উদ্যোগে দেওয়া লিপিতে ঐ প্রথাগত আইন বহাল রাখনের দাবিও জানাইয়াছেন। যারা এই আইন লইয়া ওলট পালট করিতে চাহে তাঁগোর জইন্য প্রথাগত আইন আর অধিকার লইয়া শঙ্কিত বলিয়াও উল্লেখ করিয়াছেন। কথা হইলো হ¹ল দিক ভাবিয়াই আগাইতে হইবে না হইলে পরে পস্তাইতেও হইবে, চিন্তায় আছি…

রহমান জেঠা কহিলেন, বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের মারিশ্যা-দিঘীণালা ১২ মাইল এলাকায় অভিযান চালাইয়া সেনা সদস্য জেঠারা আঞ্চলিক দলের দুই চান্ধাবাজকে আটক করিয়াছেন। গেল সমবার বিকালে এই দুই চান্ধাবাজকে আটক করিয়াছে। তয় তাগো কাজ হইতে চান্ধার কি কি পাইয়াছে তার কোন হদিস নাই। মনেহইতেছে চন্ধাবাজরা পূর্বের ফর্দের, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলো, বান্দরবানের লামায় বিস্তৃর্ণ রাবার বাগান এলাকা হইতে রাবার সংগ্রহ করিতে যাইয়া রাবার চাষী ইকবালরে প্রাণ নাশের হুমকী দিয়াছে। গেল মঙ্গলবার এই ঘটনা। এইসব লইয়া লামার লাম্বাখোলায় চরম উত্তেজনা দেখা দিয়াছে। যা মনে হইতেছে শেষমেষ রাবার লইয়া টানাটানি পেঁছাপেঁছিতে উলট পালট হইয়া বসিবে, চিন্তায় আছি…

নিরত জেঠা কহিলো, এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামীরে পুলিশ রাঙ্গামাটির বরকল হইতে আটক করিয়াছে। পুলিশ জানাইয়াছে মতি ও দুলাল এই দুই সহোদর চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী। তাইনেরা ধরা না দিয়া পলাতক আছিল পরে গোপন সংবাদ পাইয়া বরকলের কুরকুটিছড়ি এলাকায় অভিযান চালাইয়া তাঁগোরে আটক করিতে সক্ষম হইয়াছে পুলিশ। এখন জেল খাটিবে জরিমানা গুনিবে। কথা হইলো হ¹ল কামে ফাঁকি দিলেও আদালতের কামে ফাঁকি দেওন মুশকিল, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলো, বান্দরবানের লামায় মাদক ইয়াবার টাকার জইন্য এক যুবকরে বেদম মারধর করিয়াছে। ইয়াবার বকেটা টাকা দিতে না পারিলে আকরাম হোসেনরে তার কারবারীরা লামার পান বাজারের এক মাদককারবারীর টর্চার সেলে আটকাইয়া বেধরক পিটাইয়াছে। পরে হোসেন ঐ টর্চার সেলের টয়লেটের ভেন্টিলেটর দিয়া পলাইয়া জীবন বাঁচাইয়াছে। হোসেন কহিলো তাইনেরে নাকি মাদক কারবারী বেলাল, জাহাঙ্গীর ও মং মার্মা পূর্বের মতন মাদক ইয়াবা বিক্রয় করিতে জোর কাটাইতেছে পরে না করিলে বেধরক পিটাইয়া টর্চার সেলে আটকাইয়া রাখে। কথা হইলো মাদক ছাড়িতে টর্চার সেলে অত্যাচার থাকে তয় বিক্রয় করিতে রাজি করনেরও টর্চার সেল থাকে হেইডা কোন কথা, চিন্তায় আছি…

অং জেঠা কহিলো, থানচি উপুজিলার বাজার এলাকা হইতে র‌্যাব সদস্যরা প্রায় দুই কেজি আফিম লগে জড়িত দুই জড়িতরে আটক করিয়াছে। আটক দংওয়াই, কাইং লামার চিংকুম পাড়ারা বাসিন্দা বলিয়া পুলিশ কহিলো। মনে হইতেছে বান্দরবানের জিলা উপুজিলার আনাচে কানাচে খালি মাদক কারবারীর দল বাসা বান্ধিায়াছে, চিন্তায় আছি…

হক জেঠা কহিলো, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হইতে মাদক ইয়াবার চির বিদায় হইবে না। ক’দিন পর পরই খালি চালান ধরা খায়। ইয়াবার টেলায় সামাজের যুবকরাতো বহুতে শান্তিতেও নাই। খালি অভিযোগ কারবারীগোর আকামে নীরিহরাও এলাকায় থাকিতে পারিতেছে না। কথা হইলো সীমান্ত ছিড়া ফাঁটা হইলে বাইরের বহুতে এইখানে পড়ন্ত হইবে। তয় সন্ত্রাসী, চোর-ডাকাইতের আনাগোনা বন্ধ করিতে সীমান্ত শক্ত করিয়া বাঁধিতে হইবে না হইলে আম-ছালা দুটোই খোঁয়া যাইবে, চিন্তায় আছি…

আকাশ জেঠা কহিলো, বান্দরবানের সুয়ালক ইউনিয়নের নদীর ধারে বস্তায় মোড়ানো এক নবজাতককে উদ্ধার করিয়াছে পুলিশ। কদুখোলার বাসিন্দা করিমের স্ত্রী মাছ ধরিতে যাইয়া শিশুর কান্না হুনিলে পরে ৯৯৯ এ ফোন করিলে পুলিশ আসিয়া শিশুটিরে উদ্ধার করিয়া হাসপাতালে প্রেরণ করিয়াছে। উপর ওয়ালা আরো কতো রংয়ের খেলা দেখাইবে তাইনেই জানে, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। বহুতে নানান কিছিমের আকাম লইয়াও দৌড়াইতেছে। চলিতেছে ইউপিতেও ফটাফাটি। যোগ হইয়াছে মনিকা। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০৬ মার্চ, ২০২২ খ্রিঃ