বান্দরবানে অস্ত্রধারীদের গুলিতে এক যুবক নিহত
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার নয়াপাড়া এলাকায় অস্ত্রধারীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। ঐ যুবক স্থানীয় খাবার দোকানে বসে চা পান করছিলেন। শনিবার (৫মার্চ) সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ২ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে উনুমং মার্মা (৪৫), স্থানীয় ব্যবসায়ী ক্যসাচিং এর দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারী সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় বস্তায় ভরে উনুমংকে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। নিহত উনুমং মারমা তারাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার পাড়া গ্রামের গংজক মারমার ছেলে বলে জানান।
এ বিষয়ে একই নামের তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, সকালে কয়েকজন সন্ত্রাসীরা গুলি করার পর ঘটনাস্থল থেকে নিহত যুবককের লাশ বস্তায় ভরে নিয়ে যায়। কে বা কারা ঘটিয়েছে সেই ব্যাপারে জানা যায়নি।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দছ ফরাজী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।