মানিকছড়িতে আলোচনা সভায় বক্তারা
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্যই স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ পেয়েছি
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে মানিকছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় মানিকছড়ি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাহ উদ্দিন কাউসার আফ্রাদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আব্দুল খালেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহানূর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদ উল্লাহ, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউল আলম চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। স্বাধীনতা সংগ্রামে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্যই তিনি বাঙালি জাতির পিতার আসনে অধিষ্ঠিত হয়েছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে দিতে তিনি এক নেতৃত্বের শীর্ষস্থানে পৌছে গিয়েছিলেন। আর তার দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ। জীবনে তিনি অসংখ্যবার জেল-জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। তারপরও দেশ ও দেশের মানুষের কথা ভেবেছেন। আর তাই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবদান রেখেছিলে বলেই আজ আমরা একটি স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ পেয়েছি।