শিরোনাম
সেনা জোনের অভিযানে লংগদুতে গাঁজা উদ্ধাররাঙ্গামাটি সদর হাসপাতালের সিনিয়র নার্সের আত্মহত্যাসিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিলবাঙ্গালহালিয়াস্থ শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জে ধর্মীয় সভাথানচিতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনখাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তাব্রি ধান-১০৩ পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে অত্যন্ত উপযোগীশহীদ শামসুদ্দিন দেশের জন্যই শহীদ হয়েছেনবাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর, সম্পাদক রহমতুল্লাহকারিগরি শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে

সেনা জোনের অভিযানে লংগদুতে গাঁজা উদ্ধার

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে উপজেলার ঝর্না টিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (৮নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল লংগদু-বাইট্টাপাড়া এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা।

সেনা জোনের পক্ষ হতে জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত উক্ত গাঁজা লংগদু থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।