রাঙ্গামাটি সদর হাসপাতালের সিনিয়র নার্সের আত্মহত্যা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে কর্তব্যরত অবস্থায় এক সিনিয় নার্স আত্মহত্যা করছে। হাসপাতালের জরুরী বিভাগের নার্সেস চেঞ্জি কক্ষের ওয়াশ রুমে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল সুত্র জানিয়েছে। শুক্রবার (৭নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতালের কর্তব্যরতদের সুত্রে জানা গেছে, নিহতের নাম সিনিয়র নার্স সাথী বড়ুয়া (৩৪)। পূর্ব নির্ধারিত দায়িত্ব অনুযায়ী বৃহস্পতিবার নাইট ডিউিটি করেন সাথী বড়ুয়া। কিন্তু শাররীকভাবে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার ভোরেই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর সহকর্মী অন্যান্য নার্সরা তাঁকে দেখতেও যায়। এর পরে সাথী বড়ুয়া জরুরি বিভাগের নার্সেস চেঞ্জিং রুমে (রুম নং-১৬) রেস্ট করতে চলে যান।
পরবর্তীতে হাসপাতালের অপর সিনিয়র নার্স সাধনা চাকমা ডিউটি থাকাকালীন ওয়াশরুমে গেলে দরজা বন্ধ দেখতে পান। পরে তিনি সাথী বড়ুয়াকে ডাকাডাকী করেন এবং সারা না পেয়ে দরজা ধাক্কাধাক্কির একপর্যায়ে খুলে গেলে তিনি দেখতে পান জানালার সাথে গলায় উড়না পেছিয়ে সাথী বড়ুয়া ঝুলে আছেন। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে এবং শাররীক তদন্তের পর কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছেন, নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।