বাঙ্গালহালিয়াস্থ শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জে ধর্মীয় সভা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
বাঙ্গালহালিয়াস্থ শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জের শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট লীলা স্মরণোৎসব গুরু মহারাজের ৩য় তমো দিবসী উপলক্ষে অষ্ট-প্রহর তিন দিন ব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৭নভেম্বর) ব্রহ্মমুহূর্তে মঙ্গলআরতি ও বাল্যভোগ নিবেদন সকাল ১০ঘটিকায় শ্রীমৎ ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা, ১১ঘটিকায় বেতার ও টিভি শিল্পী বৃন্দদের নিয়ে ধর্মীয় সংগীত অনুষ্ঠান অনুষ্টিত হয়। দুপুর ১২ টায় উক্ত ধর্মীয় আলোচনা সভায় সাংবাদিক হারাধন কর্মকারের উপস্থাপনায় উদ্বোধক ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের মঠ-অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। সভায় সভাপতিত্বে করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুজ্ঞে প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী শ্রী মাধব গৌর দাস বাবাজী মহারাজ। অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্রাষ্টি ধর্ম মন্ত্রণালয়ের শ্রীযুক্ত দীপক কুমার পালিত। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গেস্ট অব অনার ছিলেন সাবেক যুগ্ম জজ এডভোকেট দীপেন দেওয়ান, বিশেষ অতিথি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুল হক, জেলা যুবদলের সভাপতি নুরু নবী সহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে বিভিন্ন এলাকা থেকে শত শত সনাতনী ধর্মের নর নারী উপস্থিত ছিলেন।