শহীদ শামসুদ্দিন দেশের জন্যই শহীদ হয়েছেন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন স্মৃতি প্রতিষ্ঠানের আয়োজনে শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শিক্ষক উত্তম কুমার শীল এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহামুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র উপ-ব্যবস্থাপক-২ প্রকৌশলী মোঃ সাইফুর রহমান। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তারেক আহমেদ, শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য মোঃ ইউসুফ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, সিনিয়র শিক্ষক আমির হোসেনসহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শহীদ শামসুদ্দিন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক ছিলেন। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁর আত্মজীবনী সহ কর্মজীবন আমাদের জানা প্রয়োজন। শিক্ষার্থীদের বলেন, দেশের উন্নয়নে ভালো ভাবে লেখা পড়া করতে হবে। স্কুলের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।