শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তাব্রি ধান-১০৩ পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে অত্যন্ত উপযোগীশহীদ শামসুদ্দিন দেশের জন্যই শহীদ হয়েছেনবাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর, সম্পাদক রহমতুল্লাহকারিগরি শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবেকাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় দোয়া ও আলোচনা সভামানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণরাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে বানর ছানা উদ্ধার পরে অবমুক্ত করল বন বিভাগবান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তা

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গুইমারা উপজেলার রামসুবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১১টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় ৯৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে, নিহত পরিবারের প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ১৩ জনের পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ২৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরিফিন জুয়েল, বিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন সুলতানা, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, গুইমারা উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা আমির রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, চাইলাপ্রু মারমা, অংগ্য মং ও আব্দুল আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই পুনর্বাসন কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। তারা আরও জানান, যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে।