শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তাব্রি ধান-১০৩ পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে অত্যন্ত উপযোগীশহীদ শামসুদ্দিন দেশের জন্যই শহীদ হয়েছেনবাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর, সম্পাদক রহমতুল্লাহকারিগরি শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবেকাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় দোয়া ও আলোচনা সভামানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণরাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে বানর ছানা উদ্ধার পরে অবমুক্ত করল বন বিভাগবান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় দোয়া ও আলোচনা সভা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এলপিসি শাখার বার্ষিক পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) মাহফিল দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি, এলপিসি, কাপ্তাই শাখার সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। প্রধান অতিথি বলেন, করাতকল ও বিএফআইডিসি উন্নয়নের জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব এবং দেশের উন্নয়নের জন্য আমরা দোয়া করব। দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী। এসময় বিলাশ কুমার বিশ্বাস, সহ-ব্যবস্থাপক, মিনু চাকমা প্রধান সহকারী (প্রশাসন), মোঃ আব্দুল হান্নান সহ-মাঠ তত্ত্বাবধায়ক, রিগ্যান বড়ুয়া সহ-মাঠ তত্ত্বাবধায়ক, এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আল আমিন, সম্পাদক মো.শাহীন উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেনসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএফআইডিসি রেস্ট হাউসে পবিত্র মিলাদুন্নবী (সঃ) মাহফিলে উপজেলা পর্যায়ে সরকারি, বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানগন আপ্যায়ন করে।

তিনি এলপিসি উন্নয়ন এবং সকল নিহত সাবেক কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন।