শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাঁটায় এক লক্ষ টাকা জরিমানাকাপ্তাই উপজেলার চিংম্রং বুদ্ধ বিহাওে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপনবান্দরবানের লামায় বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দদীঘিনালায় শান্তিপূর্ণ ভাবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্নসরকারি রাজস্ব আদায়ে হেডম্যান-কারবারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: বিভাগীয় কমিশনারখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ হাজার ঘনফুট বালু জব্দরাঙ্গামাটি আসনে মনিস্বপন দেওয়ানের বিকল্প নয়, দীপেনেরও যোগ্য সম্মান পাওয়া উচিৎসবার প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা রয়েছে, রাঙ্গামাটিতে এআইজিপিঅবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দীঘিনালায় ব্যবসায়ীদ্বয়কে ১লক্ষ টাকা জরিমানাবাঙ্গালহালিয়ায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাঁটায় এক লক্ষ টাকা জরিমানা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ০৫ নং ওয়ার্ড বৈদ্যটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ আরিফ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) মধ্যরাত ১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।

জানা গেছে, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের অপরাধে উক্ত আইনের ধারা ১৫ এর উপধারার অধীন টেবিলের ক্রমিক নং ৫ এ উল্লিখিত (১ম অপরাধের ক্ষেত্রে) মোঃ আরিফকে একটি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম বলেন, অভিযোগ আছে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ। এভাবে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড় ধ্বসের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধ্বসের কারণে জীবন ও সম্পদের ক্ষতিসাধন হচ্ছে, এতে অনেক সময় প্রাণহানির ও ঘটনা ঘটছে। অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িত সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন রামগড় ইউনিয়ন প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রামগড় থানার এস আই মোঃ আনসার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম করিম আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, পুলিশ, আনসার সদস্যবৃন্দ।