সবার প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা রয়েছে, রাঙ্গামাটিতে এআইজিপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ পুলিশ এর উদ্যোগে ও রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে রাঙ্গামাটিতে আনন্দ উদ্দীপনায় সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল বিকাল ৩ঘটিকায় রাঙ্গামাটি মারী ষ্টেডিয়ামে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনের উপভোগ করতে সকল শ্রেণী পেশার মানুষ ষ্টেডিয়াম এলাকায় জড়ো হয়।

আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত পুলিশ মাহপরিদর্শক (এআইজপি) মোঃ আহসান হাবিব পলাশ, বিপিএম-সেবা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার মোছাঃ ফরিদা ইয়াসমিন,পিপিএম-সেবা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা পরিষদ সদস্য বরুন দেওয়ান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষকবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত পুলিশ মাহপরিদর্শক (এআইজিপি) মোঃ আহসান হাবিব পলাশ, বিপিএম সেবা, বলেছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ যে, রাঙ্গামাটির মানুষের মাঝে সম্প্রীতির সুন্দর পরিবেশ রয়েছে। আমাদের এই জনপদ সবার জন্য। সবার প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা রয়েছে। সম্প্রীতির এই টুর্ণামেন্ট বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার ফরিদা ইয়াছমিন বলেছেন, সম্প্রীতির এই ট’র্ণামেন্ট আমিও উপভোগ করতে এসেছি। রাঙ্গামাটি বাংলাদেশের স্বর্গভুমি। এখানকার তরুণ তরুণীদের উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের স্নামধন্য ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে তাদেরও এগিয়ে আসা প্রয়োজন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেছেন, আমাদের এখানে যেমন বৈচিত্র্য রয়েছে তেমন রয়েছে যথেষ্ট ঐক্যও। এখানকার মানুষ সম্প্রীতিতে রয়েছে এ ধরনের আয়োজন সম্প্রীতিকে আরো সুন্দরভাবে সৃষ্টি করছে।

এর আগে শুভেচ্ছা বক্তব্যে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন, রাঙ্গামাটি জেলা বৈচিত্র্যময় জেলা। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বহুজনগোষ্ঠীর বসবাস। এসব সম্প্রদায়গুলোর যেন মিলন মেলা এবং আমাদেরও একইসাথে বসবাস। এ আয়োজন সম্প্রীতিকে আরো সুন্দর করবে বলে উল্লেখ করেন।

পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন। সম্প্রীতির এই টুর্ণামেন্টে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালেয় ছাত্ররা অংশ গ্রহন করে। এতে রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা-৩ গোল করে বিজয় অর্জন করে।