সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সম্ভব: কাপ্তাই ইউএনও
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিভিন্ন আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (১নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ এবং সমবায়বৃন্দের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি ও পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সমবায় অফিসার হিমেল দে। এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহ সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ নুরুল ইসলাম। পরে উপজেলা পর্যায়ে ৫ টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
প্রধান অতিথি বলেন, সমবায় হলো শক্তি, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সম্ভব। ঐক্যবদ্ধভাবে সমবায় কাজ করা হলে দেশ উন্নয়নে অনেক বড় অবধান রাখবে।