রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে ফায়ার সার্ভিসের মহড়া

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১নভেম্বর) দুপুরে উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়।

স্টেশন অফিসার জুয়েল বড়ুয়ার নেতৃত্বে অগ্নিকাণ্ড, ভুমিকম্প, যে কোনও দুর্ঘটনা পরবর্তী অভিযান, অগ্নি নির্বাপণ, দুর্ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়া দেন। রাজস্থলী উপজেলার ফায়ার স্টেশন কর্মকর্তা জুয়েল বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়া দেন।

স্টেশন কর্মকর্তা জুয়েল বড়ুয়া জানান, বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জনগনকে সচেতন করতে আমাদের এ মহড়া। প্রতিনিয়ত এ মহড়া অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ব্জার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, রাজস্থলী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, যুগ্ন সম্পাদক উচাপ্রু মারমা, বাজারের আগত ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তি গন উপস্থিত ছিলেন।