রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪৪ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব। শুক্রবার (৩১অক্টোবর) সকালে রাজস্থলী মৈত্রী বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আগত হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী পূণ্যার্থী এ মহতী ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।
পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণের পর সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উঃ কিত্তিমা মহাথের চুশাক পাড়া বৌদ্ধ বিহার। প্রধান আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো। এছাড়াও ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন, সোনাইছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমা নন্দ থেরো।ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নারামুখ পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ ইন্দোবাসা মহাথেরো।
উল্লেক্য যে, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় তাঁর প্রধান নারী উপাসিকা বিশাখা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং, বয়ন ও সেলাই করে চীবর (বিশেষ পরিধেয় বস্র) তৈরি করে দান করেন। এই ঐতিহ্যের অনুসরণেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছর এই দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন করে থাকেন।
 
			 
				