শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা অভিযানে অবৈধ সিগারেট জব্দমাটিরাঙ্গায় মিনি ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১দীঘিনালাস্থ কবাখালী জালালাবাদ জামে মসজিদ পরিদর্শনে ইউএনওরাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিতবান্দরবানের থানচিতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবিরাঙ্গামাটি রাজবন বিহারে দুই দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুদীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনকৃষিজমিতে পোকা দমনে যুগান্তকারী উদ্যোগ হলুদ ফেরোমন ফাঁদজেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাখাগড়াছড়ির দীঘিনালায় দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্বার

বান্দরবানের থানচিতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে বলীপাড়া ইউনিয়নের বলীবাজারে বারবার অগ্নিকাণ্ডে পুড়ে যাচ্ছে ঘরবাড়ি আর ব্যবসায়ীদের স্বপ্নের দোকান। এলাকার ও জনগণের জানমালের রক্ষার্থে সরকারিভাবে ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন স্থাপনে দাবি জানিয়েছেন এলাকাবাসীর।

তারা জানান, এ বলী বাজারে ঘিরেই গড়ে উঠেছে স্থানীয়দের জীবিকা আর বাণিজ্যের মূল প্রবাহ। সেই বাজারই বারবার গ্রাস করছে আগুন। আবারও অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকান ও মালামালসহ জিনিসপত্র। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানো চেষ্টা এবং গড়ে তুলবেন নতুন দোকান, নতুন স্বপ্ন। কিন্তু রয়ে গেছেই আগুনে আতঙ্কে আর ভয়। তাদের এখন একটাই দাবির— চায় ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন।

এলাকাবাসীর ভাষ্যমতে, এ বলীবাজারে ২০০১, ২০১৭, ২০২০, ২০২৩ আর এবার ২০২৫ সালে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। দোকান, পণ্য, গুদাম— সবকিছু পুড়ে ছাই। প্রতিবছর গ্রামের ছোটো-খাটো অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে, স্থানীয়রাই ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। চলতি সপ্তাহের গত শনিবার মধ্যরাত পৌনে ২টার সময়ে ভয়াবহ আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি দোকান, আংশিক ক্ষতিগ্রস্ত আরো ২টি। এতে আনুমানিক সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে সজল কর্মকার, মোঃ কালাম, চসিং মারমা ও বুলবুল পালিতসহ অনেকেই সাব ফায়ার ষ্টেশন স্থাপনে দাবি জানিয়ে তারা বলেছেন, থানচি সদর থেকে বলীপাড়ার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। জেলা শহর থেকে ৬৫ কিলোমিটার। দূর পাহাড়ি রাস্তা, দুর্গম পথ— ফলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস পৌঁছাতে অনেক বেগ পেতে হয়। আর সেই সময়েই আগুন গ্রাসের শেষ হয়ে যায় সব। সাব ষ্টেশন স্থাপনে পদক্ষেপই বাঁচাতে পারে ভবিষ্যৎতের বহু ক্ষতি।

থানচি ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার মোহাম্মদ বলেন, থানচির বলীপাড়া ইউনিয়নের সাব ফায়ার ষ্টেশন স্থাপন করতে পারলে বলীপাড়াবাসী ও আশেপাশে গ্রামগুলোতে ফায়ার সার্ভিসের সেবা ও সুযোগ সুবিধারগুলো পাবে। ফায়ার ষ্টেশনে বর্তমানে দু,টি ইউনিট রয়েছে। বলীপাড়া ইউনিয়নের সাব ষ্টেশন সৃষ্টির ব্যাপারে জেলা অফিসের রির্পোট করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, কিছুদিন আগে বলিবাজারে অগ্নিকাণ্ড ঘটনায় ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার, কম্বল বিতরণ করা হয়েছে। বিস্তারিত জেলা প্রশাসককে জানিয়েছি, ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন স্থাপনে দাবির বিষয়ে আগামীর মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করার হবে।