সম্প্রীতির মাধ্যমে বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে: খাগড়াছড়ির জেলা প্রশাসক
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দফতরসমূহে সেবা ও সহজীকরণ সংক্রান্ত জন সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে রামগড় পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও রামগড় পৌরসভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইখতেখারুল ইসলাম খন্দকার।
সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন, রামগড় সরকারি কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ, উপজেলা জামায়াত ইসলামীর আমির ফয়েজুর রহমান,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মোঃহারুনুর রশীদ, রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় জেলা প্রশাসক বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সেবা নিশ্চিত করতে সেবা-গ্রহীতা ও দাতার মধ্যে সহনশীলতা ও পারস্পরিক আস্থা জরুরি। সম্প্রীতির মাধ্যমে বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বিদ্যুৎ, সড়ক, পৌর ব্যবস্থাপনা ও শিক্ষক সংকটসহ স্থানীয় নানা সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান তিনি।
সভা শেষে জেলা প্রশাসক রামগড় থানা, রামগড় পৌরসভা, রামগড় মাদ্রাসা, বলিপাড়া উচ্চ বিদ্যালয় ও রামগড় ইউনিয়ন পরিষদসহ বেশ কয়েকটি সরকারি দপ্তর পরিদর্শন করেন।