মানিকছড়ির চিত্ত সুখ মঙ্গলং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি বুদংপাড়ায় প্রতিষ্ঠিত চিত্ত সুখ মঙ্গলং বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অব্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে বিহার প্রাঙ্গণে পঞ্চশীল গ্রহনের মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অনুষ্ঠানের সূচনা করা হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরীর স্বপরিবারের আয়োজনে ও বিহারের দায়ক-দায়িকাদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী আয়োজনে মহাসংঘ দান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ মূর্তি দান, কল্পতরু দান, কঠিন চীবরদান ও স্ব-ধর্মদেশনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা।
এ উপলক্ষ্যে ধর্ম দেশনা দেন প্রধান স্ব-ধর্ম আলোচক ছিলেন, তৈকর্মা চুলামনি আনন্দ বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ও জেলা মং সার্কেল ভিক্ষু সংঘের প্রধান সংঘরাজ ভদন্ত ওয়েইন্না মহাথের। এতে বিশেষ স্ব-ধর্ম দেশক ছিলেন তৈকর্মা চুলামনি আনন্দ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ক্ষেমানন্দ থের। এসময় উপজেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুসে মারমা, সাধারণ সম্পাদক আম্যে মগ, সিনিয়র সহ-সভাপতি চাইহ্লাপ্রু মারমা ও স্থানীয় হেডম্যান ক্যাচিং চৌধুরীসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৌদ্ধ শাস্ত্রমতে, এই কঠিন চীবর দান সর্বোচ্চ পুণ্যদায়ী দান হিসেবে বিবেচিত হয়, যা কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য সঞ্চয়ের মাধ্যমে সুখ ও শান্তি বয়ে আনেন।