মহালছড়ির মাইসছড়িতে সোনালী লাইফ পিএলসি’র উঠান বৈঠক
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় সোনালী লাইফ পিএলসি’র উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। রবিবার (২৬অক্টোবর) বেলা ১১ টা থেকে সোনালী লাইফ পিএলসি-এর উদ্যোগে এক সফল উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সোনালী লাইফ পিএলসি, খাগড়াছড়ি ব্রাঞ্চের ইউনিট ম্যানেজার মোঃ জাফর আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট জনাব আসাদুজ্জামান এবং সার্বিক সহযোগিতা করেন মেরাজ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট জোহরা আক্তার। উঠান বৈঠকে স্থানীয় এলাকাবাসীসহ প্রায় ৪৫ থেকে ৫০ জন আগ্রহী ব্যক্তি ও গ্রাহক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাফর আহাম্মদ বলেন, সোনালী লাইফ পিএলসি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। কোম্পানিটি মেয়াদপূর্তির দিনই গ্রাহকের লভ্যাংশসহ সম্পূর্ণ টাকা ফেরত দেয়। মৃত্যু দাবির অর্থ মাত্র সাত দিনের মধ্যেই নমিনির নিকট পরিশোধ করা হয়। শতভাগ অনলাইন সুবিধা থাকায় দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহক হওয়া, প্রিমিয়াম প্রদান ও টাকা উত্তোলন করা সম্ভব। তিনি আরও বলেন, বর্তমানে সোনালী লাইফ পিএলসি সারাদেশে ২৫০টিরও বেশি শাখা নিয়ে সর্বোচ্চ সুনামের সাথে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে।
উপস্থিত অতিথি ও গ্রাহকবৃন্দ সোনালী লাইফ পিএলসি’র পরিকল্পনা ও সেবা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং কয়েকজন সেদিনই বীমা ও ডিপিএস প্রস্তাবপত্র পূরণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হয়।