রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি-আজগর, সম্পাদক-সুমন
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক পূর্বকোণ ও সাপ্তাহিক পাহাড়ের সময় প্রতিনিধি আজগর আলী খান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নববাণী পত্রিকার প্রতিনিধি সুমন খান। শনিবার (২৫অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন।
সভাপতি, সাধারণ সম্পাদক ব্যধিত অন্যান্য পদে একাধিক প্রার্থী না থাকায় নির্ধারিত সময়ে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের পদের জন্য গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার পর পরই ভোট গ্রহন শুরু হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী সার্কেল সিনিয়র পুলিশ সুপার নুরুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাংবাদিক মাসুম বাবুল, উপজেলার বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সাবেক সভাপতি জাহেদুল আলম, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জামাতের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক সাংবাদিক বৃন্দ। রাজস্থলী প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য পদের সিনিয়র সহসভাপতি পদে চাথোয়াইমং মারমা, যুগ্ন সম্পাদক পদে উচাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব ছিলেন এডহক কমিটির আহবায়ক হারাধন কর্মকার ও সদস্য সচিব কাইয়ুম হোসেন মিরাজ। পর্যবেক্ষ ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার বিশ্বাস।