॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আলুটিলা ঘুরতে যাওয়ার সময় এক উপজাতীয় স্কুল শিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) রাত ৮টার দিকে মাটিরাঙ্গার তারেং এলাকায় স্কুল শিক্ষিকা খাগড়াছড়ি সদর থেকে আলুটিলা পর্যটন এলাকায় আসার সময় তারেং এলাকায় অভিযুক্ত উপজাতীয় যুবক তাকে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় একই দিনে খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (২৪) কে আসামি করে ওই স্কুল শিক্ষিকা মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার তিনি উল্লেখ করেন, তিনি সন্ধ্যায় খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে বন্ধুদের সঙ্গে আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার সময় লিটন ত্রিপুরা নামের ওই যুবক তাদের পিছু নেয়। তারেং এলাকায় পৌঁছালে লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের পর অভিযুক্ত যুবক শিক্ষিকার কাছে দশ হাজার টাকা দাবি করে। তখন শিক্ষিকা তার বন্ধুকে টাকা নিয়ে আসতে বললে বন্ধু বিষয়টি সেনাবাহিনী ও স্থানীয়দের জানান। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে এবং মাটিরাঙ্গা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। ধর্ষণের অভিযোগে আটককৃত যুবক হলেন খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (২৪)।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় লিটন ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।