কাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলী
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সদস্য প্রকৌশলীদের সরাসরি মতামতের ভিত্তিতে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (২১অক্টোবর) সন্ধ্যা ৭টায় আইডিইবির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার আবদুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, আইডিইবি, জেনিক কাপ্তাইএর সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করে সম্মেলনের আহবায়ক ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। উদ্বোধনী বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইমাম ফখরুদ্দিন রাজি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। এ সময় আরও বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি আবদুল লতিফ ও সহ-সভাপতি জনাব শওকত আলী।
বক্তারা আইডিইবির গৌরবময় সংগ্রামী ইতিহাস, পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সম্মেলনের সর্বসম্মত সিদ্ধান্তে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে ইমাম ফখরুদ্দিন রাজি এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলী নির্বাচিত হন। মোট ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে পিডিবি, পিজিসিবি, কেপিএম, বিএসপিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবী প্রকৌশলীরা অন্তর্ভুক্ত হয়েছেন।