গুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচার
॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
“ভোট ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভুইয়া” এই স্লোগানকে সামনে রেখে গুইমারা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে গুইমারা উপজেলা শ্রমিক দল।
রবিবার (১৯অক্টোবর) দিনব্যাপী গুইমারা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। জনগণকে ৩১ দফার মূল বক্তব্য ও লক্ষ্য সম্পর্কে অবগত করতে নেতাকর্মীরা প্রত্যেক বাড়িতে গিয়ে কথা বলেন এবং এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে ওয়াদুদ ভুইয়ার পক্ষে ব্যাপক সাড়া ও গণজোয়ার লক্ষ্য করা গেছে বলে দাবি করেন নেতারা। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ, সহ-সম্পাদক কুসুম উদ্দিন ফারুক, প্রচার সম্পাদক মজিবুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়ায় দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে খাগড়াছড়ি আসনে ধানের শীষের জয় সুনিশ্চিত।