খাগড়াছড়ির রামগড়ে ভোট ফর ধানের শীষ এর ক্যাম্পেইন
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠন করতে উপজেলা জুড়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফার বাস্তবায়ন এবং খাগড়াছড়ি আসনের এমপি প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে ভোট ফর ধানের শীষ , ভোট ফর ওয়াদুদ ভূইয়া ক্যাম্পেইন করে চলছে বিএনপি ,যুবদল ,ছাত্রদল ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন বলেন, দলীয় নেতাকর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গঞ্জে পাড়া মহল্লা, হাট বাজার সর্বত্র ধানের শীষের ভোট দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এতে জনগণের ব্যাপক সাড়া মিলছে।
সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ মিঠু বলেন, নির্বাচনের প্রাক প্রচারনার জন্য চারটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিগুলো কেন্দ্র ভিত্তিক দ্বায়িত্ব প্রাপ্তদের মনিটরিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন এবং নিজেরাও প্রচারণায় অংশ নিচ্ছেন।
রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন বলেন,আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা পাহাড়ের উন্নয়নের রুপকার ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। বিএনপির পক্ষে জনমত গঠন করতে দলের প্রত্যেকটি কমিটিকে ওয়ার্ড ভিত্তিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাকর্মীরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারন মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং ধানের শীষে ভোট দিতে উৎসাহ যোগাচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির রামগড় উপজেলা ও পৌর কমিটি অনুমোদনের পর থেকেই সাংগঠনিক গতিশীলতা ফিরে আসে। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। অনেকেই নতুন নেতৃত্বকে সময়োপযোগী হিসেবে মন্তব্যও করেন। কমিটি গঠনের পর থেকে প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, পেশাজীবি সংগঠন, ব্যবসায়ী বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।এছাড়াও জনদূর্ভোগ লাগব করতে রাস্তা মেরামত ,জলাশয় পরিস্কার ,গরীব অসহায় শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ জনবান্ধব সামাজিক কাজ অব্যাহত রেখেছেন দলটির নেতাকর্মীরা।
সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ বলেন,রামগড়ে ওয়াদুদ ভুইয়ার পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। একই চিত্র সমগ্র খাগড়াছড়িতে। নির্বাচনী প্রাক প্রচারণা ভোটারদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে।