লংগদুতে ছাত্র শিবির এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লংগদু উপজেলা শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি/আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী, এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর, মাওলানা নাছির উদ্দীন,লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিয়া খান প্রমুখ।
এসময় নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। শেষে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।