[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

ফেসবুকে মানহানিকর পোস্টে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি

‎‎॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় ফেসবুকে নিজের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ রহমত উল্যাহ (৩৮) নামে এক ব্যক্তি।

‎জিডি সূত্রে জানা যায়, রহমত উল্যাহ বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ লিয়াকত আলী ও মাতা মোসাঃ ফরিদা বেগম। তিনি দীর্ঘদিন ধরে “Md Rahamat Ullah Sbapt” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন।

‎রহমত উল্যাহ অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে রাত আনুমানিক ৮টার দিকে তিনি দেখতে পান অজ্ঞাত এক ব্যক্তি “কষ্ট ভরা জীবন” নামের ফেসবুক আইডি (লিংক: facebook.com/share/1Zhg8p6UyA) থেকে তার নামে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর তথ্য প্রকাশ করেছে। তিনি আরও জানান, ওই অজ্ঞাত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও তার ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা করছেন। এ বিষয়ে তিনি বাঘাইছড়ি থানায় জিডি করে ঘটনাটি নথিভুক্ত রাখার আবেদন জানান। জিডির ট্র্যাকিং নম্বর গইঅঈ ২০, জিডি নম্বর ৫১২, এবং তারিখ ১৫ অক্টোবর ২০২৫।

‎বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, এই ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।