দীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ্্
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়া বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন হোস্টেল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১৯অক্টোবর) বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয় ও প্রনয় অনাথ আশ্রমের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের এঁর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।
প্রধান অথিতি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার উন্নয়নে সহায়তা করার প্রত্যাশা ব্যক্ত করেন। এই নতুন হোস্টেল ও একাডেমিক ভবনের নির্মাণের জন্য পার্বত্য জেলা পরিষদের আওতায় ‘নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্প হতে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
উক্ত প্রকল্পের আওতায় বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি নারী ও মেয়ে শিশুদের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে দীঘিনালার শিক্ষার্থীরা আরও সুশিক্ষিত ও অনেক বেশি সক্ষম হয়ে উঠবে।