[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির লংগদু উপজেলায় সিগারেট সহ ভারতীয় পণ্য জব্দ

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পণ্যসহ একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবা পেয়ে শুক্রবার (১৭অক্টোবর) রাত আনুমানিক ০১টার দিকে অভিযান চালিয়ে এসব পন্য জব্দ করা হয় বলে পুলিশ ও সেনা সুত্র জানিয়েছে।

জনা যায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি টহল দল লাইলাঘোনা নালবোনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করা হলে তাদেরকে অনুসরণ করে সেনাবাহিনীর টহল দল। এসময় সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পেয়ে চোরাকারবারীর সদস্যরা পালিয়ে যায়। পরে সেখানে পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশি করে ০১টি দেশীয় তৈরি শর্টগান, ০২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস এবং ৯২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

লংগদু সেনা জোন পক্ষ থেকে জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।