কাপ্তাইস্থ চিৎমরম ইউনিয়নে মানুষের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙ্গামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে চিৎমরম পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ মেডিকেল অফিসার ও দক্ষ মেডিক্যাল সহযোগীদের দ্বারা পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পে মোট ৮৬ জন রোগী বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। তাদের মধ্যে ৬০ জন পাহাড়ি জনগোষ্ঠীর এবং ২৬ জন বাঙালি রোগী ছিলেন। উক্ত ক্যাম্পে চিৎমরম ইউনিয়নের বিভিন্ন দূর্গম এলাকা, যেমন – সীতাপাহাড়, চাকুয়া পাড়া, পেকুয়া পুনর্বাসণ পাড়া, আগাপাড়া ইত্যাদি এলাকা থেকে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে আগমণ করেন।
স্থানীয় হেডম্যান, চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার কারবারিদের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি স্বস্ত:স্ফূর্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভৌগোলিকভাবে কর্ণফুলী নদী ও পাহাড় দ্বারা বিচ্ছিন্ন চিৎমরম ইউনিয়নবাসীর জন্য সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা সেবা ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
সেনাবাহিনীর সুত্র জানায়, দূর্গম ও প্রত্যন্ত এই পাহাড়ি অঞ্চলের জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।