[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

অহেতুক মামলা নয়, লিগ্যাল এইড অফিস এ সমাধানও হয়

॥ নিজস্ব প্রতিবেদক ॥
সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এ্যাইড অসহায় ও দরিদ্রদের বিনাঅর্থে আইনী সহায়তা দিতে কাজ করে চলেছে। সামাজিক পারিপাশি^ক যে কোন আইনী জটিলতায় আদালতে মামলা দায়ের করার পূর্বে আবশ্যিকভাবে লিগ্যাল এইড অফিস মধ্যস্থতা কিংবা উভয়ের উপস্থিতে মীমাংশও করছে। লিগ্যাল এইড রাঙ্গামাটি জেলা অফিস আইনী সহায়তা দিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে সুনামের সাথেই।

এদিকে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সম্প্রতি গণবিজ্ঞপ্তিও জারি করেছে আইনী সহায়তায় মানুষের কল্যানের জন্য। তাই এই আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫ (৩৫নং অধ্যাদেশ) এর ধারা-১ এর উপধারা প্রদত্ত ক্ষমতাবলে ১২টি জেলায় আইনগত এ সহায়তা দিয়ে আসছে।

এদিকে এই গনবিজ্ঞপ্তিকে ব্যাপক প্রচার প্রসারের স্বার্থে রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিস এর আঢোজনে গত (১৫অক্টোবর) সকালে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত রাঙ্গামাটি এর ন্যায় কুঞ্জ ভবনস্থ চীফ জুডিসিায়ল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমনিারে লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোঃ আমানত উল্লাহ শাহিন প্রধান আলোচক হিসেবে উপিস্থত ছিলেন।

এসময় সাংবাদিকদের কাছে সরকারের এই উদ্যোগকে আরো বেগবান করতে সংবাদ প্রচারের মাধ্যমে তুলে ধরতে আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের পরিচালনার একটি চতুর্থ স্থান বা গণমাধ্যম সরকারের একটি অংশ। তাই সরকারের এই জনকল্যাণের কাজকে আরো এগিয়ে নিতে গরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে গণমাধ্যম এবং সাংবাদিকদের। তাই গণমাধ্যমই পারে এই মহৎ কাজকে ব্যাপকভাবে প্রচার প্রসার করতে বলেই এই সেমিনার এর আয়োজন।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন সিনিয়র সহকারী জজ মোঃ আমানত উল্লাহ শাহিন। তিনি বলেন, সরকার এই আইনের কিছু ধারা এর মামলাপূর্ব মধ্যস্থতা সংক্রান্ত বিধান জারি করেছে। দেশে ১২টি জেলা এ বিধান কার্যকর হবে তার মধ্যে রাঙ্গামাটি জেলাও এর অধীন। এই মামলায় অসহায় দরিদ্রদের আইনী সহায়তা দিতে সরকারিভাবেই তার ব্যয়ভার বহন করবে এতে তাদের কাছ থেকে কোন টাকা-পয়সা নেওয়া হবে না বরং প্রয়োজন পড়লে বিচারিক কাজে আইনজীবি দিয়েও সহায়তা করা হবে। লিগ্যাল এইড অফিসে আসলে অধিকাংশ মামলা এখানেই নিষ্পত্তি করা হচ্ছে, এতে করে মানুষের মাঝে চির ধরা সম্পর্ক বেশী দুর এগুতে দেওয়া হচ্ছেনা ফলে শান্তি সম্প্রীতি দৃঢ় রাখতে সহায়ক ভুমিকা পালন করা হচ্ছে।

তিনি বলেন, নতুন এই অধ্যাদেশ এর আইনে কোন বিচারপ্রার্থী বিচার না মানলে আদালতে স্মরণাপন্ন হতে পারেন নিষ্পত্তির জন্য। মানুষের কল্যানে এ আইনে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিও আছে এবং এসব কমিটিকে সক্রিয় করার কাজও চলছে। আইনী সহায়তা বিষয়ে জানতে ইতিমধ্যে বেশ কিছু স্থানে বিলবোর্ড দেওয়া হয়েছে, মানুষ যাহাতে বুঝতে পারে লিগ্যাল এই অফিস তাদের সামাজিক ও পারিবারকি আপত্তি অভিযোগুলো মীমাংসা করছে বিনা খরচে। তিনি সাংবাদিকদের বলেন দেখুন, জমি সংক্রান্ত জটিলতায় আমাদের নিজস্ব কোন সার্ভেয়ার নেই, আপত্তির বিষয়গুলো নিষ্পত্তির জন্য দুরে কোথাও যেতে হলে নিজস্ব গাড়ির ব্যবস্থাও নেই। তাই এ বিষয়ে মামলা বা অভিযোগ নিষ্পত্তির সময় বাদী বিবাদী উভয় পক্ষকে খরচ বহন করতে হচ্ছে। তিনি শান্তি ও সম্প্রীতির জন্য জনগনের উদ্দেশ্যে বলেন, অহেতুক মামলা নয় লিগ্যাল এইড অফিসে আসলে সমাধানও হয়।