রাঙ্গামাটির লংগদুতে ইউনিয়ন যুবদলের আহবায়ক বহিষ্কার
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক লংগদু উপজেলা গুলশাখালী ইউনিয়নের যুবদলের আহবায়ক নুর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা যুবদলের আহবায়ক জানে আলম ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুছ এর স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ আদেশ প্রদান করা হয়।
যুবদল লংগদু উপজেলা শাখার স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে জানানো হয়, ১৫ অক্টোবর ২০২৫ তারিখের জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী এবং সাধারণ সম্পাদক মোঃ আবু শাহাদাৎ সায়েমের যৌথ সিদ্ধান্ত মোতাবেক মোঃ নূর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দলের সকল পদ-পদবি হতে বহিষ্কার করা হলো। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই বহিষ্কার আদেশ ১৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে কার্যকর বলে বিবেচিত হবে। সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের অনুলিপি লংগদু উপজেলা বিএনপি, রাঙ্গামাটি জেলা যুবদল, গুলশাখালী ইউনিয়ন বিএনপি এবং অফিস কপি হিসেবে সংশ্লিষ্টদের অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য এসব দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ০২/১১/ ২০২৪ ইং সালে নুর আলমকে আগেও একবার দল থেকে বহিষ্কার করা হয়েছিলো।