[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস উল্টে প্রাণ গেল ২ জনেরবাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১চায়ের দোকানের আড্ডায় এখন একটাই প্রশ্ন, কে হাসবে শেষ হাসিবান্দরবানে সেরা কোয়ান্টাম কসমো কলেজে শতভাগ পাশশতভাগ পাস বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইবিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাইয়ে স্থাপনের দাবিতে মানববন্ধনরাঙ্গামাটির লংগদুতে ইউনিয়ন যুবদলের আহবায়ক বহিষ্কারনওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে সেরা কোয়ান্টাম কসমো কলেজে শতভাগ পাশ

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
ধারাবাহিক গৌরব অর্জনের আরেক নতুন মাইলফলক গড়েছে কোয়ান্টাম কসমো কলেজ। টানা সপ্তমবারের মতো এইচএসসি-তে জেলা পর্যায়ে প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।

বান্দরবান জেলায় এইচএসসি পরীক্ষায় এবছর অংশ নেয় ১৪টি কলেজ। এর মধ্যে একমাত্র শতভাগ পাশ করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ৭টি কলেজ। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অবস্থান চতুর্থ।

এই কলেজে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬২জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৫০ ভাগই (৩১ জন) এ প্লাস পেয়েছে। আর বাকি ৫০ ভাগ (৩১জন) পেয়েছে এ গ্রেড। বিজ্ঞান বিভাগের ১২জন এ প্লাস (জিপিএ-৫.০০) এবং এ গ্রেড পেয়েছে ১জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১জন শিক্ষার্থী এ প্লাস ও ১১জন এ গ্রেড এবং মানবিক বিভাগ থেকে ৮জন শিক্ষার্থী এ প্লাস ও ১৯জন এ গ্রেড পেয়েছে।

এই সাফল্যের প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধ্যান, শুদ্ধাচার ও জীবনযাপনের বিজ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে মানবিক ও সমমর্মী দক্ষ বিশ্ব নাগরিক হওয়ার পথে এটাই তাদের জীবনের অন্যতম লক্ষ্য।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, এখান থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।