বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ার ফরেস্ট অফিস এলাকায় একটি যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। এতে ১যাত্রী আহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা দেড় টার দিকে ফরেস্ট অফিস ডাক বাংলা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বান্দরবান থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৫ জন যাত্রী নিয়ে রাঙামাটির দিকে যাচ্ছিল। পথে বাঙ্গালহালিয়া ফরেস্ট অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইট দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৫ জন যাত্রী থেকে নিশা মারমা (২৮) নামক ১ জন আহত হয়েছেন। এ সময় ঘটনা স্থল থেকে ড্রাইবার ও হেলপার পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিদর্শন করেন। বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানান।