রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
|| রাজস্থলী উপজেলা প্রতিনিধি ||
‘হাত ধোয়ার নায়ক হন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৫অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত অফিসার আকাশ দেব বর্মণের উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান। তিনি বলেন, ‘বর্তমানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম। হাত ধোয়া কেবল একটি অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকরী উপায়। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, নিউমোনিয়াসহ মারাত্মক অনেক রোগ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করতে পারি। আজকের প্রতিপাদ্য অনুযায়ী, আমাদের প্রত্যেকেরই উচিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যদেরও সচেতন করে ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে ওঠা।
তিনি আরও বলেন, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস শিশুদের মধ্যে রোগ সংক্রমণ কমিয়ে এনে তাদের সুস্থ শৈশব নিশ্চিত করতে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,নওশাদ খান, বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা, নোমান, উপজেলা নির্বাচন কর্মকতা অনীক বড়ুয়া, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা, সহ উপজেলা সরকারী দপ্তরের বিভিন কর্মকর্তা, কর্মচারী গণমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।