[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমা

\ নিজস্ব প্রতিবেদক \
কদিন আগে নিজ ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এক পাহাড়ি যুবকের। অন্যজনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১শ টাকার স্ট্যাম্পে ধর্ম পরিবর্তনে হলফনামা করেন জীবন চাকমা। নিজের ভোটার আইডি কার্ড ব্যবহার না করে অন্যের ভোটার কার্ডটি ব্যবহার করা হয়েছে বলে প্রতারণার অভিযোগ করেছে ভোটার কার্ডের মুল ব্যক্তি অমর বিকাশ চাকমা। পরে তিনি এ বিষয় নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

চট্টগ্রামের চাকরিরত অবস্থায় অমর বিকাশ চাকমা তাঁর ফাইলে থাকা স্কুল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডসহ সমস্ত ডকুমেন্ট হারিয়ে ফেলে। অজ্ঞতার কারণে সে থানায় গিয়ে কোনো সাধারণ ডায়েরি করেননি। তার কিছুদিন পর এক পাহাড়ি ছেলে নিজ ধর্ম ছেড়ে নওমুসলিম হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তারও নজরে আসে। সামাজিক মাধ্যমে ছবি ও হলফনামার তথ্যগুলো দেখে সে হতভম্ব হয়ে যায়। হলফনামায় লেখা আছে অমর বিকাশ চাকমার বাবা, মা এবং উপজেলার ঠিকানা সব ঠিক, অথচ সে ঐ ব্যক্তি নয়। প্রতারণা করে অমর বিকাশ চাকমার ভোটার আইডি কার্ড ব্যবহার করেছে আরেকজন। অমর বিকাশ চাকমার ভোটার কার্ড ব্যবহার করে ধর্মান্তরিত হয় জীবন চাকমা। বর্তমান তার নাম মোহাম্মদ আবু বক্কর।

এ বিষয়ে ভোটার কার্ডের মালিক অমর বিকাশ চাকমা বলেন, অনেকে মনে করছে আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এ নিয়ে আমি এলাকায় প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছি। আমার ভোটার কার্ড ব্যবহার করে জীবন চাকমা নওমুসলিম হয়েছে। এ বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেছি।

অমর বিকাশ আরো বলেন, চট্টগ্রামে চাকরিতে থাকা অবস্থায় আমার সাথে থাকা সমস্ত ফাইল হারিয়ে ফেলি। ফাইলে আমার স্কুল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধনসহ সব ডকুমেন্ট ছিল। ভেবেছিলাম ফাইলগুলো আবার ফেরত পাব কিন্তু পাইনি। আমি এইও জানতাম না যে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে হয়। জীবন চাকমা আমার সাথে যে প্রতারণা করেছে আমি তার সবোর্চ্চ শাস্তি চাই।

অনুসন্ধানে, চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামায় অমর বিকাশ চাকমার নামে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবির সাথে ভোটার আইডি কার্ডের ছবির কোনো মিল পাওয়া যায়নি। বিষয়টি জানতে হলফনামায় ব্যবহৃত ছবির ব্যক্তির সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও ঐ ব্যক্তির সাথে যোগাযোগের সম্ভব হয়নি। তবে জানা যায়, হলফনামায় ব্যবহৃত ছবির ব্যক্তি জীবন চাকমার বাড়ি বাঘাইছড়ির মারিশ্যায়।