কাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণ
\ কাপ্তাই উপজেলা প্রতিনিধি \
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙ্গামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় পাঁচটি দরিদ্র পরিবারকে বিনামূল্যে ছাগল ও হাঁস-মুরগী প্রদান করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় কাপ্তাই জোনের সার্বিক ব্যাবস্থাপনায় এসব বিতরণ করা হয়েছে।
কাপ্তাই জোন কমান্ডার এই উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকাসমূহ হতে আগত প্রান্তিক চাষীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে ছাগল এবং হাঁস-মুরগী তুলে দেন। সেনাবাহিনী সুত্র জানায়, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার ৩০টি পরিবারকে (২১টি পাহাড়ি ও ৯টি বাঙালি পরিবার) এর মাঝে ছাগল ও হাঁস-মুরগী প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে মানবিকতার কাজ করে যাচ্ছে।