কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠক
\ কাপ্তাই উপজেলা প্রতিনিধি \
রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জনসচেতনতা মূলক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ এর উঠান বৈঠক করা হয়েছে। মঙ্গলবার (১৪অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় জন সাধারণের সাথে অংশগ্রহণ মূলক এ উঠান বৈঠক করা হয়।
কাপ্তাই মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রম তালপট্টি শিক্ষা কেন্দ্রে উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। এসময় বক্তব্য রাখেন ইফা’র মোঃ জালাল উদ্দিন, শিক্ষক কবির হোসেন।
প্রধান অতিথি বলেন, আপনাদের শিশু, কিশোরদের বয়স অনুযায়ী সরকারের দেয়া বিনামূল্যে টাইফয়েড প্রতিষেদক টিকা দিন। রেজিষ্ট্রেশন করে আপনার শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে তাদের টিকা দেন এ টিকায় কোন ধরনের পাশ্বপ্রতিক্রিয়া নেই। আপনার শিশুকে নিরাপদ রাখুন। তিনি বলেন, রাঙ্গামাটি জেলার কাপ্তাই, কাউখালি, রাজস্থলীসহ বিভিন্ন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন টিকা ক্যাম্পেইন করে জনসচেতনতা সৃষ্টি করছে বলে জানান। এসময় মা ও শিশুরা অংশগ্রহণ করেন।