রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দাবি বাস্তবায়নে কর্মবিরতি পালন করছে। সোমবার (১৩অক্টোবর) সকাল হতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীরা ক্লাস রুমে পাঠদান বন্ধ রাখে।
শিক্ষকরা জানান ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে কাপ্তাই উপজেলায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। কর্মসূচিতে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিভিন্ন সময় দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসাইনের নেতৃত্বে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মবিরতিতে কাপ্তাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ সময় তারা দ্রুত ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা অনুমোদনের দাবি জানান। কর্মবিরতিতে কাপ্তাইয়ের সব স্তরের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।