[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিতমাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিবাড়ি ও চিকিৎসা ভাতার দাবিতে মাটিরাঙ্গায় শিক্ষকদের কর্মবিরতিবান্দরবানের রুমায় অসহায়দের মাঝে সমাজ কল্যাণ পরিষদের অনুদান বিতরণধানে শীষে ভোট চেয়ে দীঘিনালায় বিএনপি গণসংযোগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাড়ি ও চিকিৎসা ভাতার দাবিতে মাটিরাঙ্গায় শিক্ষকদের কর্মবিরতি

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
২০ শতাংশ বাড়ি ভাড়া ও মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। দেশব্যাপী একই দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৩অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

উপজেলার সব বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাঁরা এর তীব্র নিন্দা জানান।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, দীর্ঘদিন ধরে ২০ শতাংশ বাড়ি ভাতা ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবি জানিয়ে আসছি। সরকারের উচিত দ্রুত এ দাবি বাস্তবায়ন করা। মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ বলেন, জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে, কিন্তু আমাদের ভাতা বাড়েনি। এ অবস্থায় এই দাবি যৌক্তিক।

তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান বলেন, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। তাঁদের ন্যূনতম সুযোগসুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শিক্ষকরা জানান, দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

প্রসঙ্গত, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ১ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর সরকার থেকে কোনো আশ্বাস না পেয়ে ১৩ অক্টোবর থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি শুরু হয়।