দীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“সমন্বিত উদ্যোগে, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালন করা হয়েছে। সোমবার (১৩অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ), আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুস্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে সামন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এর সামনে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। দীঘিনালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দীঘিনালা এলজিইডি কর্মকর্তা মোঃ ফজলুর হক, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান সুমন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার হিমো চাকমা, দীঘিনালা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মোস্তাকিমুল হক। এতে মহড়া প্রদান করেন দীঘিনালা উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পংকজ বড়ুয়া।
আলোচনা সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়ার মাধ্যমে দেখিয়ে দিয়েছে। দূর্যোগকালীন সময় করনীয় ও দূর্যোগের পূর্ব প্রস্তুতি সম্পর্কে ধারনা থাকলে মোকাবিলা করা সম্ভব। বিশেষ করে গ্যাস সিলিন্ডার আগুন ধরলে নিভানোর কৌশল গুলো জানা থাকলে বড় ধরনের দূর্ঘটনা ঘটবে না।